এতদ্বারা দুপচাঁচিয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির সকল ছাত্রীকে জানানো যাচ্ছে যে, আগামী 05/11/2025 খ্রিঃ তারিখ হতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। উল্লেখ্য পরীক্ষার ফি= ৬০০ টাকা, সেশন ফি= ৫০০ টাকা এবং মাসিক বেতন= ২০০ টাকা। সাথে সারা বছরের বকেয়া ফি পরিশোধ করতে হবে। যা নোটিশ বোর্ডে ও কলেজ ওয়েব সাইটের ডাউনলোড ট্যাবের অন্যান্য ডকুমেন্টস সাব ক্যাটাগরীতে দেওয়া আছে। আগামী 02/11/2025 তারিখের মধ্যে সকল ফি পরিশোধ করে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
