দুপচাঁচিয়া মহিলা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উক্ত প্রতিষ্ঠানটি অত্যান্ত সুনামের সাথে দুপচাঁচিয়া সহ পশ্চিম বগুড়ার কয়েকটি উপজেলার নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এখানে এইসএসসি পর্যায়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও বিএম শাখা, ডিগ্রী পর্যায়ে বিএসসি, বিএসএস, বিএ ও বিবিএস এবং অনার্স পর্যায়ে বাংলা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, ইতিহাস ও ইসলামের ইতিহাস (মোট সাতটি) বিষয়ে পাঠদান করা করা হয়। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ইউনিফর্ম সাদা যা পবিত্রতার প্রতীক। এখানে 3টি তিন তলা ভবন ১টি চার তলা ভবন ও 2টি টিনশেড পাকা ভবন সহ প্রায় চার হাজার বর্গ ফুটের একটি সমৃদ্ধ লাইব্রেরী আছে। একটি মনোরম শহীদ মিনার, আকর্ষনীয় ফুলের বাগান, একটি খেলার মাঠ, 60 সিটের একটি ছাত্রী নিবাস ও একটি সুন্দর পুকুর আছে।
