একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের ডাটা বেইজে নাম, বিষয় ও মোবাইল নম্বর ঠিক আছে কিনা চেক করার জন্য প্রিন্টআউট প্রকাশ করা হয়েছে। কলেজের ওয়েবসাইটের ডাউনলোড মেনুর অধীনে অন্যান্য ডকুমেন্টস সাব মেনুতে ক্লিক করে ডাউনলোড অপশনে ডাউনলোড করে নিবে। তারপর নিজের তথ্য চেক করে যদি কোন ভূল খুঁজে পাও তবে, দ্রুত কলেজ অফিসে এসে সংশোধন করে নিবে। সংশোধনের শেষ তারিখ আগামী 20/10/2025 তারিখ পর্যন্ত। এর পর কোন ভূল ত্রুটি থাকলে কলেজ কর্তৃপক্ষ দ্বায়ী থাকবে না। এই তথ্য অনুযায়ী পরিচয়পত্র তৈরী সহ আরও যাবতীয় কাজ করা হবে। বিষয়টি অতিব জরুরী।
