• dupmcollege@gmail.com
  • 01711-904280, 01322851293
Logo

দুপচাঁচিয়া মহিলা কলেজ

Rajshahi Board - 4251, National University - 2719, Technical Board - 20088, EIIN NO: 119470

  • অফিস: লোকেশন
  • ডাকঘর ও থানা: দুপচাঁচিয়া , জেলা : বগুড়া
  • প্রিন্সিপাল বাণী

    আসসালামু আলাইকুম

    উত্তর বঙ্গেঁর ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুপচাঁচিয়া মহিলা কলেজ । 1993 সালে এ অঞ্চলের নারীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও দক্ষ মানব সম্পদ তৈরীর লক্ষ্যে অত্র এলাকার সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি 1993 সালে এইচএসসি পর্যায়ে 1995 সালে ডিগ্রী পর্যায়ে  এবং 2008 সালে অনার্স পর্যায়ে উন্নিত হয়। কলেজটি প্রথম থেকেই এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ চালু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটির পাবলিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল ,ছাত্রীদের কো- কারিকুলাম একটিভিটিস, শিষ্টাচার ও অনণ্য চারিত্রিক বৈশিষ্ঠ কলেজটিকে  ইতমধ্যেই উত্তর বঙ্গেঁর একটি শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিণত করেছে। কলেজটিতে ০৩ (তিন)টি ত্রীতল ভবন ০1 (এক)টি 4 তলা ভবন ০১ (এক)টি ছাত্রী নিবাস, সু-প্রসারিত শিক্ষক মিলনায়তন, ০2 ‍(দুই)টি ছাত্রী কমন রুম, সাইন্স ল্যাব, লাইব্রেরী কক্ষ, একটি সু-সজ্জিত ওডিটোরিয়াম, 10 (দশ) টি পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। দৃষ্টি নন্দন গেটসহ বিভিন্ন প্রজাতির ফল,ফুল ও কাঠের গাছের সবুজ সমারোহে কলেজ ক্যাম্পাসকে গড়ে তোলা হয়েছে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে। কলেজটি জাতীয় শিক্ষা সপ্তাহ/জাতীয় বিজ্ঞান মেলাসহ সকল প্রতিযোগীতায় অংশগ্রহন নিশ্চিত করে এবং উপজেলা, জেলা পর্যায়ে বহুবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে মর্যাদা লাভ করেছে। কলেজটিতে ফুটবল, ক্রিকেট, রোভার স্কাউট, স্বাস্থ সুরক্ষা কমিটিসহ বিভিন্ন দল রয়েছে যাদের নিজ নিজ বিষয়ে দক্ষতা এলাকাবাসীর সু-দৃষ্টি আকর্ষনে সক্ষম হয়েছে। বর্তমানে কলেজটিতে 50 জন শিক্ষক, 16 জন কর্মচারী ও প্রায় 2000 জন ছাত্রী রয়েছে। স্মার্ট বাংলাদেশের অংশীদার হিসেবে অত্র কলেজের একটি স্মার্ট ওয়েবসাইট খুলতে পাড়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এছাড়া 2010 সাল হতে কলেজের যাবতীয় অফিসিয়াল কার্যক্রম যেমন, অভ্যন্তরিন বিভিন্ন পরীক্ষার ফলাফল, সকল স্টাফদের ও ছাত্রীদের ডাটা সংরক্ষণ, তাদের পরিচয়পত্র তৈরী, পরীক্ষার এটেন্ডেন্স ও সীট প্ল্যান, অভিভাক প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকা ইত্যাদি সহ আরও বিভিন্ন কাজ কলেজের নিজস্ব অনলাইন সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়ে আসছে যা অত্র কলেজেই তৈরী। আগামী দিনে অত্র কলেজ একটি শ্রেষ্ঠ কলেজ হিসেবে জাতিকে আলোকিত মানুষ উপহার দেওয়ার দূঢ় প্রত্যয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একটি আলোকিত প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে আমার, আমার সংগ্রামী সহযোদ্ধা শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ও অভিভাবকগনসহ এলাকার সর্বস্তরের জনতার সম্মিলিত  প্রচেষ্ঠা মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন।

    অধ্যক্ষ
    মোঃ শামছুর রহমান আকন্দ
    দুপচাঁচিয়া মহিলা কলেজ

    দুপচাঁচিয়া, বগুড়া।